Thursday, July 8, 2021

পরিমনি বাংলাদেশের একজন সুন্দরী অভিনেত্রী

"প্রেম হলো শরতের কাশ ফুলের নরম সাদার মত। 
প্রেম হলো গানের সেই একটা লাইন, যে জন্যে গানটাই প্রিয় এত!

প্রেম হলো একটা সিগারেটের গায়ে চারটা আঙ্গুলের উষ্ণ অদল বদল ছোঁয়াছুঁই। 
প্রেম হলো ঠিক আমি ,কখনো আমার পুরোটাই আস্ত এক প্রেম, আবার সে কোত্থাও নেই."
                                                                                                                                  _______পরিমনি 

পরিমনি বাংলাদেশের সিনেমা প্রেমীদের কাছে একজন পরিচিত নাম। পরিমনি একজন মডেল এবং অভিনেত্রী হিসেবে তার পেশা শুরু করেন ২০১১ সাল থেকে। তার কিছু গ্রুত্বপূর্ণ কাজ হচ্ছে আরো ভালভাসব তোমায় (২০১৫), রক্ত (২০১৩), পুড়ে যায় মন (২০১৬), স্বপ্নজাল (২০১৮) এবং অন্যান্য কিছু। পরিমনির আসল নাম স্মৃতি শামসুন্নাহার। ছোট বেলায় বাবা মাকে হারিয়ে তিনি তার দাদা দাদীর বাসা পিরোজপুর থেকে  তার এসএসসি ও এইচএসসি পড়াশুনা শেষ করেন।
পরিমনি বাংলা সিনেমার নায়িকা 

পরিমনি বাংলাদেশের সিনেমা প্রেমীদের কাছে একজন পরিচিত নাম। পরিমনি একজন মডেল এবং অভিনেত্রী হিসেবে তার পেশা শুরু করেন ২০১১ সাল থেকে। তার কিছু গ্রুত্বপূর্ণ কাজ হচ্ছে আরো ভালভাসব তোমায় (২০১৫), রক্ত (২০১৩), পুড়ে যায় মন (২০১৬), স্বপ্নজাল (২০১৮) এবং অন্যান্য কিছু। পরিমনির আসল নাম স্মৃতি শামসুন্নাহার। ছোট বেলায় বাবা মাকে হারিয়ে তিনি তার দাদা দাদীর বাসা পিরোজপুর থেকে  তার এসএসসি ও এইচএসসি পড়াশুনা শেষ করেন। 

পরিমনি বাংলাদেশের সিনেমা প্রেমীদের কাছে একজন পরিচিত নাম। পরিমনি একজন মডেল এবং অভিনেত্রী হিসেবে তার পেশা শুরু করেন ২০১১ সাল থেকে। তার কিছু গ্রুত্বপূর্ণ কাজ হচ্ছে আরো ভালভাসব তোমায় (২০১৫), রক্ত (২০১৩), পুড়ে যায় মন (২০১৬), স্বপ্নজাল (২০১৮) এবং অন্যান্য কিছু। পরিমনির আসল নাম স্মৃতি শামসুন্নাহার। ছোট বেলায় বাবা মাকে হারিয়ে তিনি তার দাদা দাদীর বাসা পিরোজপুর থেকে  তার এসএসসি ও এইচএসসি পড়াশুনা শেষ করেন।
গ্ল্যামার মেয়ে পরিমনি 

পরিমনি টেলিভিশনে অভিনয় করার পাশাপাশি সিনেমায় অভিনয় করেছেন। তার বেশ কিছু সিনেমা নিচে দেয়া হলঃ- 
১। ভালবাসা সীমাহীন (২০১৫) 
২। পাগলা দিওয়ানা (২০১৫) 
৩। দরোদিয়া (২০১৫)
৪। আরো ভালবাসবো তোমায় (২০১৫) 
৫। লাভার নাম্বার ওয়ান (২০১৫) 
৬। নগর মাস্তান (২০১৫) 
৭। মহুয়া সুন্দরী (২০১৫) 
৮। আমার মন জুড়ে তুই (২০১৫) 
৯। রানা প্লাজা (২০১৫) 
১০। ইন্নোসেন্ট লাভ (২০১৫) 
১১। সারপ্রাইজ (২০১৫) 
১২। প্রবাসী ডন (২০১৫) 
১৩। ভালবাসার অনেক জ্বালা (২০১৫) 
১৪। রক্ত (২০১৬) 
১৫। পুড়ে যায় মন (২০১৬) 
১৬। ধূমকেতু (২০১৬) 
১৭। কত স্বপ্ন কত আশা (২০১৭) 
১৮। সোনা বন্ধু (২০১৭) 
১৯। অন্তর জ্বালা (২০১৭) 
২০। আমার প্রেম আমার প্রিয়া (২০১৮)
২১। স্বপ্নজাল (২০১৮) 
২২। বিশ্বসুন্দরী (২০২০) 
২৩। এ্যাডভেঞ্চার অব সুন্দরবন (২০২১) 
২৪। নদীর বুকে চাঁদ (২০২১) 
২৫। বাহাদুরি (২০২১)
২৬। ক্ষত (২০২১) 
২৭। প্রীতিলতা (২০২১) 
২৮। ১৯৭১ সেইসব দিন (২০২১) 
২৯। স্ফুলিঙ্গ (২০২১) 
৩০। বায়োপিক  (২০২১) 
৩১। 

পরিমনি বাংলাদেশের সিনেমা প্রেমীদের কাছে একজন পরিচিত নাম। পরিমনি একজন মডেল এবং অভিনেত্রী হিসেবে তার পেশা শুরু করেন ২০১১ সাল থেকে। তার কিছু গ্রুত্বপূর্ণ কাজ হচ্ছে আরো ভালভাসব তোমায় (২০১৫), রক্ত (২০১৩), পুড়ে যায় মন (২০১৬), স্বপ্নজাল (২০১৮) এবং অন্যান্য কিছু। পরিমনির আসল নাম স্মৃতি শামসুন্নাহার। ছোট বেলায় বাবা মাকে হারিয়ে তিনি তার দাদা দাদীর বাসা পিরোজপুর থেকে  তার এসএসসি ও এইচএসসি পড়াশুনা শেষ করেন।
পরিমনি আনমনে কী যেন ভাবছে 

"মাঝে সাঝে মেঘ বৃষ্টিতে মাখামাখি হয়ে নিজেকে একটু দোলনচাঁপা ভাবলামই না’হয়.......!
তোমার মগজে কাগজের ফুল থাকুক বরং 🧚‍♀️"
____পরিমনি
পরিমনি সম্পর্কে সবচেয়ে বিস্ময়কর তথ্য কী জানেন? আমার মনে হয় অনেকে জানেন, কিন্তু অনেকেই জানেন না। আসল কথা হল, দক্ষিণ এশিয়ায় এতো নারী সেলেব্রিটি থাকলেও তার মত এত বেশি ফ্যানস অন্য কাউকে অনুসরণ করেনা। ঠিক এই কারণে সবার কাছে পরিমনি পরিচিত এক মুখ। আজ পর্যন্ত হিসেব মতে তাকে ১ কোটি ২৫ লাখের বেশি মানুষ অনুসরণ করছে। যেখানে শাহ্রুখ খান ৪ কোটির মতো বা সালমান খানকে অনুসরণ করে ৫ কোটি মানুষ।

পরিমনি বাংলাদেশের সিনেমা প্রেমীদের কাছে একজন পরিচিত নাম। পরিমনি একজন মডেল এবং অভিনেত্রী হিসেবে তার পেশা শুরু করেন ২০১১ সাল থেকে। তার কিছু গ্রুত্বপূর্ণ কাজ হচ্ছে আরো ভালভাসব তোমায় (২০১৫), রক্ত (২০১৩), পুড়ে যায় মন (২০১৬), স্বপ্নজাল (২০১৮) এবং অন্যান্য কিছু। পরিমনির আসল নাম স্মৃতি শামসুন্নাহার। ছোট বেলায় বাবা মাকে হারিয়ে তিনি তার দাদা দাদীর বাসা পিরোজপুর থেকে  তার এসএসসি ও এইচএসসি পড়াশুনা শেষ করেন।
পরিমনি যখন পরি 

তার সহর সরল অভিনয় মানুষকে আকৃষ্ট করে। আর এই কারণে সবার কাছে পরিমনি এক জনপ্রিয় মুখ। নইলে এত মানুষ তাকে অনুসরণ করত না। সম্প্রতি পরিমনিকে নিয়ে এক অস্বস্তিকর ঘটনা ঘটেছে সেটা নিয়ে না বলি। আশা করি সবাই জানেন। তবে আমার মন্তব্যে এতটুকু বলব, অঘটন ঘটাতে কাছের মানুষ বেশি দায়ী থাকে।

SHARE THIS